যাত্রীচাপ ঠেকাতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এদিকে, মাদারীপুর ও মুন্সিগঞ্জ ফেরিঘাটেও ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। গণপরিবহণ বন্ধ থাকায় বিকল্প যানবাহনে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন তারা।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকাল থেকে পণ্যবাহী যান চলাচলে সকাল থেকে চারটি ফেরি চলছিলো। ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল এক হাজারের বেশি প্রাইভেট কার, মাইক্রো এবং সাড়ে তিনশর বেশি ট্রাক। যানবাহনের চাপ বাড়ায় টিকেট না পেয়ে চালক ও যাত্রীরা কাউন্টারে বিক্ষোভ ও ভাঙচুর করে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
এদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌরুটে সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। রাত থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে মাত্র ৪টি ফেরি চলাচল করছে। এই ঘাটে ৪ শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়।
এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। সংক্রমণ ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আজকের বাজার/লুৎফর রহমান