পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঝড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে আজ সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
আজকের বাজার/একেএ/