পাটের আবাদ লক্ষমাত্রার চেয়ে বেড়েছে

শেরপুর জেলার নকলা উপজেলায় পাটচাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলায় এবছর তিনশ’ হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৩০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালে এ উপজেলায় পাটের আবাদ হয়েছিল ২৬০ হেক্টর জমিতে। গতবছর আউশ ধানের আবাদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায়, পাটের আবাদ ২০০ হেক্টর কমে গিয়েছিল। অন্যদিকে, ২০১৭ সালে উপজেলায় পাট চাষ করা হয়েছিল ৪২০ হেক্টর জমিতে।

অন্যদিকে, চলতি বছর বিগত ২০১৮ সালের তুলনায় উপজেলায় আউশ ধানের আবাদ কমে পাটের আবাদ বেড়েছে প্রায় ১৯০ হেক্টর জমিতে।

বিভিন্ন এলাকায় সরজমিন দেখা গেছে, উপজেলায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। পাট চাষি ও কৃষি কর্মকর্তারাও এমনটাই জানিয়েছেন। অন্যদিকে পাটের বাম্পার ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল। কিন্তু নানা কারনে কৃষকরা পাট চাষে আগ্রহি হওয়ায় লক্ষমাত্রার চেয়ে ৩০ হেক্টর জমিতে আবাদ বেড়ে হয়েছে ৩৩০ হেক্টর। এরমধ্যে তোষা পাট ২৫৫ হেক্টরে, দেশি পাট ৬০ হেক্টরে, কেনাফ পাট ১০ হেক্টরে এবং ৫ হেক্টর জমিতে অন্যান্য জাতের পাট চাষ করা হয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান