পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বিধিতে নির্ধারিত ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে তাদেরকে ব্যাংক ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার ১৫ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর বিধি দ্বারা নির্ধারিত ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনির পাশাপাশি অন্যান্য পণ্য যথা মরিচ, হলুদ, পেয়াজ, আদা, ময়দা ও তুষ-খুদ- কুড়া উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোকে ঋণ বিতরণকালে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই নির্দেশনা উক্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করার জন্যও বলা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিতকরণে ষান্মাষিক ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে তা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শন বিভাগে দাখিল করতে হবে।
আজকের বাজার: আরআর/১৫ মে ২০১৭