তিনি বলেন, শিথিল যেটা করা হয়েছিল সেটা ডিসেম্বর পর্যন্ত ছিলো, এখন কোন শিথিল নেই। শিথিলতা শুধুমাত্র থাইল্যান্ড এবং ভিয়েতনামের চালের উপর করা হয়েছিল।বস্ত্র ও পাট সচিব আরো বলেন, আমরা ঝিমিয়ে পড়ছি এটা ঠিক না। আমরা কাজ করছি, আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও আমাদের সাহায্য করছে।।
আরএম/