‘পাটের মোড়ক ব্যবহার শিথিল হয় নি’

চালের বাজারে পাটের মোড়ক ব্যবহার শিথিল হয়নি, তবে মন্ত্রণালয় এক্ষেত্রে আরো সতর্ক থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট সচিব ফয়জুর রহমান চৌধুরী।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, শিথিল যেটা করা হয়েছিল সেটা ডিসেম্বর পর্যন্ত ছিলো, এখন কোন শিথিল নেই। শিথিলতা শুধুমাত্র থাইল্যান্ড এবং ভিয়েতনামের চালের উপর করা হয়েছিল।বস্ত্র ও পাট সচিব আরো বলেন, আমরা ঝিমিয়ে পড়ছি এটা ঠিক না। আমরা কাজ করছি, আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও আমাদের সাহায্য করছে।।

আরএম/