পাঠ্যবই থেকে ডারউইনকে বাদ দিতে চান ভারতের মন্ত্রী

ভারতের জুনিয়র শিামন্ত্রী প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ‘বৈজ্ঞানিকভাবে ভুল’ বলে দাবি করেছেন ।
স্কুল ও কলেজের টেক্সটবুক থেকে এই সূত্রটি সরানো দরকার বলে মন্তব্য করেছেন মন্ত্রী সত্যপাল সিং।
তবে দেশটির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী সত্যপাল ইংরেজ প্রকৃতিবিজ্ঞানীর ওই তত্ত্বের বিপরীতে অন্য কোনো তত্ত্ব প্রস্তাব করেননি। তিনি শুধু বলেছেন, আমাদের পূর্বপুরুষরা কোথাও উল্লেখ করেননি যে তারা একটি বনমানুষকে মানুষ্য সন্তানে রূপান্তরিত হতে দেখেছেন।

তিনি আরো বলেন, ডারউইনের তত্ত্ব বৈজ্ঞানিকভাবে ভুল। কলেজ ও স্কুলের পাঠ্যক্রমে পরিবর্তন আনা দরকার। পৃথিবীতে মানুষ আসার পর থেকে তারা সবসময় মানুষই ছিল।

মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদে ‘নিখিল ভারত বৈদিক সম্মেলনে’ মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার সত্যপাল এসব কথা বলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় ভারতীয় পুলিশ সার্ভিস থেকে অবসর নিয়েছিলেন তিনি।

তিনি আরো বলেছেন, আমাদের পূর্বপুরুষরাসহ কেউই বলেনি বা লিখে যায়নি যে তারা একটি বনমানুষকে মানুষ্য সন্তানে রূপান্তরিত হতে দেখেছেন। আমরা যত বই পড়েছি এবং আমাদের দাদা-নানারা যত গল্প আমাদের বলেছেন তার কোনোটিতেই এ ধরনের কোনো কিছুর উল্লেখ ছিল না।

২০১৩ সালে মুম্বাইতে ২২ বছর বয়সী এক ফটোসাংবাদিক দলগতভাবে ধর্ষিতা হওয়ার সময় তিনি শহরটির পুলিশ প্রধান ছিলেন। ওই ঘটনা নিয়ে তার একটি মন্তব্য ওই সময় ব্যাপক সমালোচিত হয়েছিল।

বিবর্তনের জনক হিসেবে পরিচিত ডারউইনের তত্ত্বানুযায়ী, বিশাল সময়ের ব্যবধানে একই পূর্বসূরি থেকে পরিবর্তিত হতে হতে সব ধরনের প্রাণীর উদ্ভব ঘটেছে, প্রাণীর এই পরিবর্তন যাকে বিবর্তন বলে ঘটেছে লাখ লাখ বছর ধরে। দীর্ঘ এ সময়জুড়েই প্রাণীরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর লড়াইকালে প্রাকৃতিক নির্বাচনের কারণে বিবর্তিত হয়েছে।
সূত্র: এনডিটিভি
আজকের বাজার: ওএফ/ ২১ জানুয়ারি ২০১৮