দক্ষিণ পশ্চিম লন্ডনে ট্রেনে একটি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে চিহ্ণিত করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের একটি ট্রেনের কামরার ভেতরে এ বিস্ফোরণ ঘটে।
বিবিসি জানিয়েছে, ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পার্সনস গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এর পরপরই সেখান থেকে আগুন উঠতে দেখা যায়।
কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়, সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয় হলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।
টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি কালো হয়ে যাওয়া টিন, যার মধ্যে থেকে তারের মত জিনিস বেরিয়ে আছে। সেখান থেকে আগুন জ্বলছে। অবশ্য আগুনের শিখা খুবই ছোট মাপের। তবে বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি
আজকের বাজার : এমএম / ১৫ সেপ্টেম্বর ২০১৭