কলারোয়া সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমলা রানী হালদার (৫২) কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস জানান, প্রতিদিনের মতো সকালে কমলা রানী বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন। পথে যশোর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক হরিতলা পূজা মণ্ডপের সামনে পুকুর পাড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কা খেয়ে কমলা রানী ঘটনাস্থলে নিহত হন।