১৬ সেপ্টেম্বর শনিবার পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলা ও সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বৈঠকে মিলিত হন।
বৈঠককালে ভ্যারেলা বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর তিন মাস ধরে, দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত উন্নীত হচ্ছে। তিনি এ বছরের মধ্যে চীন সফর করবেন। তিনি আশা করেন, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা উন্নীত হবে।
তিনি আরও বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে পানামা সমর্থন করে এবং ইতিবাচকভাবে অংশ নিতে চায়। পানামা 'এক চীন নীতি'-তে অবিচল থাকবে বলেও জানান পানামার প্রেসিডেন্ট।
চীনের প্রেসিডেন্ট সি'র পক্ষ থেকে পানামার প্রেসিডেন্ট ভ্যারেলাকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা পানামার জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। তিনি প্রেসিডেন্ট ভ্যারেলাকে চীন সফরের স্বাগত জানান।
ওয়াং ই আরো বলেন, দু'দেশ অর্থবিনিয়োগ, বাণিজ্য, বিমানচালনা, নৌ পরিবহন, ব্যাংকিং, পর্যটন, সংস্কৃতি ও আইন বিষয়ক সহযোগিতা উন্নীত করতে পারে। চীন পানামাকে নিজের ভৌগলিক সুবিধা দিয়ে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশ নেওয়ার স্বাগত জানায়।
'এক চীন নীতি' হল দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত্তি। চীন আশা ও বিশ্বাস করে, পানামা যথাযথভাবে তাইওয়ান সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে বলে উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ১৭ সেপ্টেম্বর ২০১৭