বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লা আর নেই।
রোববার দুপুরে রাজশাহী নগরীর সাগরপাড়ার নিজ বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে মারা যান তিনি। গোসল করতে গিয়ে তিনি ডুবে যান বলে জানিয়েছেন পাইলটের চাচা রফিকুল ইসলাম খোকন।
দীর্ঘসময় ধরে তাঁর কোন খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর থেকে শামসুল আলমের লাশ তুলে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, ‘দুপুরে খালেদ মাসুদের বাবা শামসুল আলম বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পরে দীর্ঘক্ষণ তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পুকুরে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে আমাদের খবর দেন। ডুবুরিরা পরে তার লাশ উদ্ধার করে।’
পাইলটের বাবা শামসুল ইসলাম শামসু মোল্লার বয়স হয়েছিল ৭৩ বছর। ষাট ও সত্তরের দশকে ঢাকা লিগে মোহামেডান ও আবাহনীর হয়ে খেলার দিনগুলোতে তাকে সবাই চিনত শামসু নামে।
পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন তিনি।
আজকের বাজার: সালি / ২৭ আগস্ট ২০১৭