টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে পানিতে ডুবে ইরফান আলী (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে ক্যাম্পের পাশে লবণের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইফরান টেকনাফের নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আমান উল্লাহর ছেলে।
টেকনাফ নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আবদুস সালাম জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে খেলছিল শিশুটি। এ সময় লবণের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইফরান। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।