ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার দুর্গাপুরের খড়িয়ালা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু একই এলাকার মো: আনোয়ার হোসেনের মেয়ে নাহিদা (৫) ও নাদিয়া (৭)।
নিহতদের বাবা মো. আনোয়ার হোসেন জানান, দাদির পেছনে পেছনে বাড়ির পাশের পুকুরে চলে যায় নাহিদা ও নাদিয়া। তাদের দাদি পুকুরের পানিতে পারিবারিক কাজ করছিলেন। হঠাৎ দাদির আগোচরে দুই বোন পানিতে পড়ে তলিয়ে যায়। দাদি বিষয়টি বুঝতে পারেনি। পরে দাদি বাড়িতে গেলে পরিবারের লোকজন তার কাছে নাহিদা ও নাদিয়ার বিষয়ে জানতে চাইলে দাদি তাদের দেখেননি বলে জানান।
পরে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্থানীয় বাবুল মিয়া বাড়ির পাশের একটি পুকুরে থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নাল হোসেন জানান, দুই বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে কোন মামলা হয়নি। নিহত দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে।