চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে সোমবার পুকুরের পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা হলো- উপজেলার আমিরাবাদ হাজির পাড়া এলাকার ব্যবসায়ী মুহাম্মদ আবদুল গফুরের দুই ছেলে মুহাম্মদ জিহাদ (৭) এবং আবদুল্লাহ আল তাওহিদ (৪)।
তাদের চাচা ইউপি সদস্য মুহাম্মদ আবদুল খালেক জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে জিহাদ ও তাওহিদ পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ