ফরিদপুর শহরে পানিতে ডুবে সাফায়েত (৫) ও তাবাচ্ছুম রেশমা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত তাবাচ্ছুম রেশমা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ও সাফায়েত সফিস্টিকেটেড কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণিতে পড়ালেখা করতো।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের লালের মোড় এলাকার একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন জানান, শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা লোকমান মৃধার মেয়ে তাবাচ্ছুম রেশমা ও পাশ্ববর্তী জাকির হোসেনের ছেলে সাফায়েত বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকের বাজার/আরআইএস