পানির জন্য রাস্তা অবরোধ

পানির জন্য রাস্তা বন্ধ করে অবরোধ করেছে রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা রাস্তা অবোধ করে রাখার কারণে বন্ধ থাকে প্রগতি সরণির গাড়ি চলাচল।

শুক্রবার সকাল ১১ টার দিকে কুড়িল চৌরাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় ভুক্তভোগী বাসিন্দারা। তারা কলসি ও পানির পাত্র হাতে নিয়ে ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বিবাদে জড়ান অবরোধকারীরা।

তারা জানান, প্রায় এক সপ্তাহ ধরে পানি নেই কুড়িল চৌরাস্তা এলাকায়। এতে দুর্ভোগে পড়েন তারা। পরে পানি পাবার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

আরএম/