পানি যথাযথভাবে সংরক্ষণ করা হলে পানির জন্য বাংলাদেশকে অন্য কারো কাছে যেতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ডেল্টা (দেশ)। সমস্ত নদী হিমালয়ের প্রবাহ থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাই আমরা যদি পানির যথাযথ সংলক্ষণ করতে পারি তাহলে পানির জন্য অন্যের কাছে যেতে হবে না।’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার এক সংবাদ সম্মেলনে তিস্তার পানি ভাগাভাগির প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবি।
সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় (জাপান, সৌদিআরব ও ফিনল্যান্ড) সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘আমরা ডেল্টা পরিকল্পনা নিয়েছি ও নদীগুলোর ড্রেজিং (খনন কাজ) করছি’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত পানি দিয়ে তারা কি করবে? তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা পানি দেয়নি, কিন্তু বিদ্যুৎ দিয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ।’
একের পর এক সব সমস্যার সমাধান করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সমুদ্রসীমার মতো কঠিন সমস্যাও আমরা সমাধান করেছি। বন্ধুত্বপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধানও করেছি।’
আজকের বাজার/এমএইচ