পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন এক কৃতিত্ব গড়েছে ভারতের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। লঙ্কান বোলার মালিন্দ পুষ্পকুমারার এক ওভারে ২৬ রান নেওয়ার কৃতিত্ব গড়েছেন এই ভারতীয় অল-রাউন্ডার।
তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ৩২২ রানের মাথায় বিশ্ব ফার্নান্দর বলে ৩১ রান করা অশ্বিন সাজঘরে ফিরে গেলে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। লঙ্কান বোলারদের পাত্তাই দেননি এই ব্যাটসম্যান। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। এর আগে লঙ্কান বোলার পুস্পকুমারার এক ওভারে তিনটি চার ও দুইটি ছয় এর মারে ২৬ রান তুলে নেন তিনি।
টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান তোলার তালিকায় শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ২৮ রান তুলেন তিনি। একই রান তুলে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি।
হার্দিক পান্ডিয়া বাদে এক ওভারে ২৬ রান তোলার রেকর্ড রয়েছে আরো চার জনের। ২০০০ সালে হামিল্টনে পাকিস্তানের বিপক্ষে বোলার ইউনিস খানের ওভারে এই কৃতিত্ব গড়েন কিউই ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান। তাছাড়াও এই তালিকায় রয়েছেন লারা, অজি বোলার জনসন এবং কিউই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম।
আজকের বাজার: সালি / ১৩ আগস্ট ২০১৭