বহিষ্কৃত যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াসহ চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট মাসুদউর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, সাব্বির খন্দকার ও শেখ তাইবা নূর।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) কায়কোবাদ কাজী আসামিদের আদালতে হাজির করে বিমানবন্দর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র, মাদক, চোরা চালান, জাল নোটে ব্যবসা, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, জায়গা জমির দখল-বেদখল ও অনৈতিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমান অর্থ-বিত্তের মালিক হয়েছেন বলে স্বীকার করে।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের কাছ থেকে উদ্ধার করা বৈদেশিক মুদ্রার উৎস, জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্যসহ মূলহোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আসামিদের নিয়ে পুলিশ অভিযান পরিচালনার লক্ষ্যে এবং ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আজকের বাজার/এমএইচ