পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প, নিহত ১৬

পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির ইতিহাসে এটাই এ যাবত কালের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। খবর গার্ডিয়ানের।

গণমাধ্যমটি বলছে সোমবার দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করতে কাজ করছে কর্তৃপক্ষ।

বুধবার গর্ডিয়ানের খবরে আরো বলা হয়, ভূমিকম্পের পর ভূমিধ্বসের ঘটনা ঘটে।

 

দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ডের গভর্নর উইলিয়াম পো বুধবার বলেন, ভূমিকম্পের কারণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। আর ওই অঞ্চলে কি পরিমান ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে কাজ করছে কর্তৃপক্ষ।

পিএনজি রেড ক্রস এর মহাসচিব উভেনমা রওভা বলেন, তিনি দক্ষিণ পার্বত্য অঞ্চলে ১১ জন এবং হেলা প্রদেশের ৫ জনের মৃত্যুর খবর পেয়েছেন।

আরএম/