পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে ৬৭ জনের প্রাণহানী

পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে  অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর আহত হয়েছেন বহু মানুষ। সোমবার ভোরে সংগঠিত ভূমিকম্পের মাত্রা ছিলো ৬।  গত সপ্তাহেও পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প হয়েছিলো।

ভূমিকম্প আক্রান্ত অঞ্চলের কয়েক হাজার মানুষ আকাশের নীচে দিন কাটাচ্ছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এ ব্যাপারে পিএনজি’র রেডক্রস ও রেড ক্রিসেন্টের কান্ট্রি হেড উদয় রেগমী রাজধানী পোর্ট মোরেসবি থেকে বলেন, ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জানিয়েছে গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন।’

আরএম/