১ মাসের জন্য ফেসবুক বন্ধ করছে পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনি ১ মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করতে যাচ্ছে। খবর বিবিসি’র।

ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্তকরণ ও দেশটিতে এসব ভুয়া প্রোফাইলের প্রভাব বিবেচনা করা হবে এই ১ মাস ধরে।

বিবিসি’র খবরে পাপুয়া নিউগিনির যোগাযোগ মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, যেসব ব্যবহারকারীরা ফেসবুকে পর্নোগ্রাফি বা ভুয়া তথ্য পোস্ট করে তাদেরও সনাক্ত করা হবে এই একমাসে।

মন্ত্রী ইঙ্গিত দেন, দেশটি ফেসবুকের বিকল্প হিসেবে নতুন একটি যোগাযোগ মাধ্যম চালু করতে পারে।

পাপুয়া নিউগিনির মাত্র ১০ শতাংশ মানুষের ইন্টারনেট ব্যবহার করে। তবে অনলাইন সেবা ব্যবহার করার ক্ষেত্রে ওই সেবার নিয়ম-নীতি সম্বন্ধে বেশ সক্রিয় দেশটির কর্তৃপক্ষ।

আজকের বাজার/একেএ