পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নিল রোববার পদত্যাগ করেছেন।
গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।
রাজনৈতিক মতানৈক্য ও বিরোধের জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পিএনজি’র সম্প্রচার মাধ্যম ইএমটিভি জানায়, ও’নিল দুবারের প্রধানমন্ত্রী জুলিয়াস চ্যানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
ও’নিল ২০১১ সাল থেকে ক্ষমতায় ছিলেন।