পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে শাজাহান মণ্ডল (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত শাজাহান মণ্ডল দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের চন্দর মণ্ডলের ছেলে ও বালু ব্যবসায়ী।
সোমবার (৯ জুলাই) সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে একটি ইটভাটা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা, শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
আরএম/