পাবনায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম সোহেল রানা ওরফে ফেন্সি সোহেল (৩৮)। সোহেল রানা ওরফে ফেন্সি সোহেল (৩৮) সদ্য গঠিত ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। সোহেল পৌর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

বুধবার (২৭ জুন) দিবাগত রাতে শহরের মশুড়িয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানা ওরফে ফেন্সি সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সোহেলের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সোহেল রানা থানার তালিকাভুক্ত মাদক মামলার আসামি। সোহেল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

সোহেলের নামে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ