পাবনায় গলা কাটা লাশ উদ্ধার

পাবনার সদর উপজেলায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পলিশ। নিহতের নাম আবদুর রশিদ বিশ্বাস বলে জানা গেছে।

রোববার, ২৫ মার্চ সকালে ভারারা ইউনিয়নের কুলাদি গ্রামে নিজ বাড়ির কাছের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজা বাহাদুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

আরএম/