জমি নিয়ে বিরোধের জেরে পাবনার সদর উপজেলার উত্তর রাঘবপুর গ্রামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুহু খান(৩০)ওই এলাকার মো.সুজন খানের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাছিম আহম্মেদ জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে নুহুকে ছুরিকাঘাতে আহত করে রাঘবপুর গ্রামে রাস্তার পাশে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকাবাসীর ভাষ্য, জমি নিয়ে চাচা আকুব্বর খানের সাথে তার বিরোধ চলছিল। এর জেরে দুই সপ্তাহ আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধের জেরে নুহুকে হত্যা করা হতে পারে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান