পাবনার ঈশ্বরদী উপজেলায় ৪০ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ জুলাই) দিবাগত রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম সুজন আলী। সুজন চাঁদপুর জেলা শহরের সিরাজ আলীর ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশের পরিদর্শক রাজিবুল করিম জানান, কোরবানীর ঈদকে সামনে রেখে পাবনায় জাল নোট সরবরাহকারিদের আনাগোনা বৃদ্ধি পেয়ে থাকে। রাতে ঈশ্বরদী থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে পাবনা শহরে যাচ্ছিল সুজন।
গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে উক্ত স্থান থেকে আটক করা হয়।
আজকের বাজার/একেএ