পাবনার বেড়া উপজেলার নান্দিয়ারা রেল গেটে এলাকায় শনিবার সকালে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত গোলেজান বেগম (৮০) আমিনপুর উপজেলার জাতসাকিন ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের মোসলেম সর্দারের স্ত্রী।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পুলিশ পরির্দশক রঞ্জন বিশ্বাস জানান, সকালে নান্দিয়ারা এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিল বৃদ্ধা গোলেজান বেগম। এ সময় পাবনার ঢালার চর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি নান্দিয়ারা রেলগেট এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান