পাবনার চাটমোহর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. সিরাজুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে চাটমোহর স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম আটঘরিয়া উপজেলার সরাবাড়ি গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সিরাজুল তার বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর কথা বলে উল্লাপাড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সকালের সিরাজগঞ্জগামী মেইল ট্রেনে তার বাবাকে তুলে দিয়ে তিনি নেমে পড়েন। এরপর সিরাজুল আত্মহত্যা করেন।
সিরাজুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তারা চাচা মোহাম্মদ আলী।
চাটমোহর রেল স্টেশন মাস্টার মাসুম আলী খাঁন জানান, স্টেশনের অদূরে রেল লাইনের ওপর বসে ছিলেন সিরাজুল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১নং প্ল্যাটফর্মে প্রবেশের মুহূর্তে সিরাজুল ট্রেনের নিচে মাথা পেতে দেন। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সিরাজুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরএম/