পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ৯ মার্চ সকাল ৬টায় উপজেলার সরইকান্দি এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাজিবুল আলম জানান, পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে তুলাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক নিহত হন। এতে আহত হন অপর ট্রাকচালক ও হেলপার। দুর্ঘটনায় নিহত চালকের হেলপারও আহত হন।
আহত ইমরান হোসেন সোহান ও আসলাম হোসেনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএম/