পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর রাধাকান্তপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে ডুবে ২ শিশু মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জুলাই) দুপুর ও শুক্রবার (৬ জুলাই) রাতে দুই শিশু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই শিশুর মধ্যে চর রাধাকান্তপুর গ্রামের আমিরুল হোসেনের ছেলে জিম (৯) এর মৃতদেহ শুক্রবার রাতে নদী থেকে উদ্ধার করা হয়। একই গ্রামের আলম সরদারের মেয়ে আঁখির (৮) মৃতদেহ শনিবার দুপুরে উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ওই দুই শিশু নদী পাড়ে খেলা করার এক পর্যায়ে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর ওইদিন রাতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে কিছুটা দূরে জিমের এবং পরদিন আঁখির মৃতদেহ উদ্ধার করে।
আজকের বাজার/একেএ