বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি ও দৈনিক জাগ্রতবাংলা পত্রিকায় পাবনা প্রতিনিধি নারী সাংবাদিক সুবর্ণা নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাসার সামনে কুপিয়ে হত্যার করা হয় তাকে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে সুবর্ণার বাসার কলিং বেল টিপে কয়েকজন দুর্বৃত্ত। এসময় সুবর্ণা গেট খোলার সঙ্গে সঙ্গে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে সুবর্ণাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
তবে, তাৎক্ষণিক এ হত্যার কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আজকের বাজার/এমএইচ