পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হিয়ালদহ গ্রামে ডোবার পানিতে ডুবে রাজীব হোসেন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত রাজীব পৌর সদরের বড় শালিকা মহল্লার সাদ্দাম হোসেনের ছেলে।
জানা গেছে, রাজীব কয়েক দিন আগে মায়ের সঙ্গে তার নানা হিয়ালদহ গ্রামে মৃত বক্কার আলীর বাড়িতে বেড়াতে যায়। রোববার সন্ধ্যার একটু আগে বাড়ির উঠোনে বসে খেলছিল সে। কিছুক্ষণ পর স্বজনরা তাকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
ঘণ্টাখানেক পর বাড়ির পাশের ডোবার পানিতে রাজীবকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদ মণ্ডল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রাজীব নামে ওই শিশুটি মারা গেছে।
আজকের বাজার/একেএ