পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার বাঘইল পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নিহতের নাম কৌশিক(১৫)। কৌশিক নতুন হাট চরসাহাপুরের সবজি ব্যবসায়ী খোকন সরকারের ছেলে এবং বাঘইল স্কুল এ্যান্ড কলেজের নবম শেণেীর ছাত্র।
এলাকাবাসী জানান, টিফিন পিরিয়ডে পর বন্ধুদের সাথে স্কুলের নিকটস্থ পুকুরে গোসল করতে নামলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় অনেক মানুষ এসে দীর্ঘ সময় মাছধরা জাল দিয়ে খোজাখুজির পর তার মৃতহেদ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর বাঘইল ও চরসাহাপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজকের বাজার/একেএ