পাবনায় ফেনসিডিলসহ আটক ৩

পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের অনন্ত মোড়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সোয়া দশটার দিকে তাদের আটক করা হয়।

ইন্সপেক্টর অরবিন্দু সরকারের নেতৃত্বে এস আই অসিত কুমার ও এস আই মিলন পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন সেখানে।

আটক কৃতরা হলেন, দক্ষিণ রাঘবপুরের দুলাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৭), রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুরের আসকান আলীর ছেলে তাজমুল হোসেন আতা (২৮) ও একই গ্রামের মুনসাদ আলীর ছেলে লাল মোহাম্মদ লালু (২৭) কে।

এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। ডিবি পুলিশের মাদক বিরোধী এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরএম/