পাবনার বেড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার কৃষক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের মোতালেব সরদার (৫০), তার দুই ছেলে ফরিদ সরদার (২০) ও শরিফ সরদার (১৮) এবং গ্রামের আরেক বাসিন্দা রহম আলী (৫৫)।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, দুপুরে পাঁচুড়িয়া স্কুলের পাশে ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন চারজন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
আজকের বাজার/এমএইচ