পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের নাম সুমন (২৪)। তার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মালঞ্চি গ্রামে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দিন মজুরের কাজ করতেন।
সোমবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের রূপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ওই সন্ধ্যায় সুমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দাঁড়িয়ে কাজ করছিলেন। এক পর্যায়ে বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় শ্রমিকেরা সুমনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বিকেল থেকে ঈশ্বরদীতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুমন বৃষ্টির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাঠে কাজ করছিলেন।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজকের বাজার/একেএ