পাবনার বেড়া উপজেলায় নিজ ঘর থেকে বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ জুন) সকালে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল হামিদ (৫২)। নিহত আবদুল হামিদ বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাশীনাথপুর আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তিনি কালিকাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের ভাই ইউনুছ আলী জানান, ভাই নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সেটা সেহরির সময় দেখতে পাই। পরে পুলিশে খবর দেয়া হয়। তার পারিবারিক কোনো সমস্যাও ছিল না। তাই প্রাথমিকভাবে ভাইয়ের আত্মহত্যার কারণ বুঝতে পারছি না।
আমিনপুর থানার ওসি সুকুমার মোহস্ত জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধর করে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে।
আজকের বাজার/একেএ