পাবনার চাটমোহর উপজেলায় পড়াশুনা করার সময় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুই কিশোর।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এসিড আক্রান্ত মাদ্রাসাছাত্রীর নাম সবুরা খাতুন (১৪) । এসিড আক্রান্ত হয়ে তার ডান হাত ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে।
সবুরা উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আটক দুই কিশোর হলো-উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।
আজকের বাজার/লুৎফর রহমান