পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

পাবনায় তুহিন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ জুলাই) ভোররাত ৪টার দিকে বেড়া উপজেলার সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বেড়ার সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের স্ত্রী বুলি খাতুন (৪০) ও তাঁদের ছেলে তুষার হোসেন (১০) এবং আবু বক্করের স্ত্রী ও বুলির বড় বোন নছিমন খাতুন (৪৫)।

বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশীষ বিন হাসান জানান, বুধবার ভোররাত ৪টার দিকে নিহত বুলি খাতুনের পুত্রবধূ রুনা খাতুন তাঁর শাশুড়ির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন তাঁর স্বামী তুহিন ধারালো অস্ত্র দিয়ে ওই বুলি খাতুন, দেবর তুষার হোসেন ও খালা শাশুড়ি নছিমন খাতুনকে কোপাচ্ছে। এ সময় তিনি দৌড়ে প্রতিবেশীদের খবর দিলে তাঁর স্বামী তুহিন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

আরজেড/মামুন