পাবনায় শিক্ষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সামসুদ্দীন জুন্নুনকে পাবনা শহর থেকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
সামসুদ্দীন জুন্নুন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুন্নুনকে শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে পরীক্ষায় অনৈতিক কাজে বাধা দেয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
আজকের বাজার/এমএইচ