পাবনার সাঁথিয়ায় আ. গফুর (৫৫) ও ইদ্রিস আলী (৩৫) নামের দুই ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে আ. গফুর সাবেক সেনা সদস্য।
রোববার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী সংগঠনের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দুইদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ইদ্রিস আলীর দোকানে ঢুকে হামলা চালায়। ইদ্রিসের দোকানে বসে চা খাচ্ছিলেন আ. গফুর।
এ সময় হামলাকারীরা দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সেই সঙ্গে গুলি ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে তারা। এতে ভয়ে বাজারের ব্যবসায়ীসহ লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে দুর্বৃত্তরা চলে যায়।
এ ব্যাপারে আতাইকুলা থানা পুলিশের ওসি মাসুদ রানা বলেন, দুইজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
রাসেল/