পাবনায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ২২ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
সুজানগর থানার ওসি ওবায়দুল হক সাংবাদিকদের জানান, আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
সকালে শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে সাদ্দাম পরিবহন নামে বাসটি শাহজাদপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে দুলাই বাজার এলাকায় ওই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আজকের বাজার: এমএম/ ২২ আগস্ট ২০১৭