চলতি বছর নভেম্বর মাসের ২০ ও ২১ তারিখে পাবনা ও নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ নির্ধারণ করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। মঙ্গলবার ধানমণ্ড আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভাগীয় টিমের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।
এর আগে ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় নাটোর ও পাবনা জেলায় যথাক্রমে ৬ ও ৭ নভেম্বর সম্মেলন করার সিদ্ধান্ত হয়। সিনিয়র নেতাদের সফরসূচি সমন্বয় করতে গিয়ে এই তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান