দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ পাবনা জেলা শহর থেকে সদর সাব-রেজিস্ট্রার মো. ইব্রাহিম আলীকে গ্রেফতার করেছে।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে কমিশনের একটি বিশেষ টিম মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা শহরের পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে ২০১৮ সালের ১৫ অক্টেবর দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা বাদি হয়ে তার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম (ডিএমপি) থানায় একটি মামলা দায়ের করেন।
আদালতের আদেশে গত মার্চে তার স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়।
গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানোর জন্য পাবনায় সিনিয়র স্পেশাল ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান