পাবিপ্রবিতে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর বুধবার থেকে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে পাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৫ টি অনুষদের অধীনে ২১ টি বিভাগে ভর্তি করা হবে মোট ৯১০ জন শিক্ষার্থী। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী এবং নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pust.ac.bd) পাওয়া যাবে।

আজকের বাজার : এমএম / ৭ সেপ্টেম্বর ২০১৭