পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে গতরাতে। এর ফলে দেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ যোগান দেবে কেন্দ্রটি।

সোমবার রাতে ওই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে মঙ্গলবার বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯টা থেকে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট থেকে উৎপাদিত ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। (বাসস)