পায়রা বন্দর কর্তৃপক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। আজ সকালে বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হন তিনি।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক বিভাগ) আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৭ ডিসেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করা হয়। সেই সঙ্গে রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলী করা হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। (বাসস)