গাড়ি থেকে গুলি উদ্ধারের ঘটনায় করা মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছোট ছেলে শওকত আজিজ রাসেলকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
রাসেল হাজির হয়ে জামিন আবেদন জানালে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ মামলায় বিচারিক আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আদালতে রাসেলের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
বাপ্পী জানান, ২৮ রাউন্ড গুলি উদ্ধারের মামলায় রাসেল হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। আদালত এ মামলায় তাকে পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত জামিন দিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান