আইনি প্রক্রিয়াকে অসাংবিধানিক উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের আদেশ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
গত ডিসেম্বর মৃত্যুদণ্ডের আদেশ দেয়া বিশেষ আদালতের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করেন জেনারেল মোশাররফ।
সোমবার লাহোর হাইকোর্ট ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসা মোশাররফের মৃত্যদণ্ডের আদেশ প্রত্যাহার করার নির্দেশ দেয়।
এক প্রসিকিউটর বলেন, এ রায়ের পর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত থাকা দেশটির প্রেসিডেন্ট জেনারেল মোশাররফ এখন ‘একজন মুক্ত মানুষ’।
দেশটির সরকারি প্রসিকিউটর ইশতিয়াক এ. খান বার্তা সংস্থা এএফপিকে জানান, অভিযোগ দায়ের, আদালতের নিয়ম-নীতি, প্রসিকিউশন দল বাছাই এসবই অবৈধ ঘোষণা করেছে আদালত। দিন শেষে সম্পূর্ণ রায়ই খারিজ করা হয়েছে।
তিনি আরও বলেন, তার (মোশাররফের) বিরুদ্ধে আর কোনো রায়ই কার্যকর থাকলো না।
বিবিসি উর্দুর মতে, দীর্ঘ সময় ধরে চলা এ মামলায় ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে মোশাররফকে ফাঁসির আদেশ দেয়া হয়।
আজকের বাজার/লুৎফর রহমান